ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সাধারণ দৃশ্য।
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার দায়ে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
শনিবার সকালে তাঁদের বহনকারী একটি চার্টার্ড ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুরুতে ধারণা করা হয়েছিল ৫০ জনের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে, তবে শেষ পর্যন্ত ৩৯ জনকে পাঠানো হয়েছে।
এই ফেরত পাঠানোর ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নতুন করে কঠোর অভিযানের অংশ হিসেবে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর, দেশটির অভিবাসন কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে।
এর আগেও বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
অভিবাসন নীতিতে কঠোরতা আরোপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এসব উদ্যোগ অব্যাহত রয়েছে।