শেরপুরের শ্রীবরদী উপজেলার খোশালপুর কানিপাড়া গ্রামে অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে অভিযুক্ত স্বামী খলিলুর রহমান (৭০) বাড়ির আঙিনায় একটি গর্ত খুঁড়ে দীর্ঘদিন অসুস্থ স্ত্রী মোছা: খোরশেদা বেগমকে (৬৫) কবর দেওয়ার চেষ্টা করেন বলে স্থানীয়রা জানান। এ সময় তিনি স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতনও করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা একে ‘অমানবিক’ ঘটনা আখ্যা দিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ জানান, ভিডিওটি দেখার পর পুলিশ ঘটনাস্থলে যায়, তবে অভিযুক্ত পালিয়ে যান। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।