নাটোরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি বয়কট ঘোষণা করেছে। আসিফের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ার প্রতিবাদে জেলার ১৪টি উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকে নাটোর জেলা বিএনপি।
তারা অভিযোগ করেছেন, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে দলের নেতা-কর্মীদের অবমাননা করা হয়েছে। জেলা বিএনপি দাবি করছে, নবনির্মিত স্টেডিয়ামগুলো জেলা ছাত্রদলের প্রয়াত নেতা সাইফুজ্জামান সুজনের নামে নামকরণ করা হোক।
শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় নাটোর শহরের কানাইখালী এলাকায় নতুন উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই বিএনপির নেতারা নিরাপত্তার কারণে প্রবেশ না দেওয়ায় সেখানে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন এবং অনুষ্ঠান বর্জন করে ফিরে যান।
২০১৩ সালে স্টেডিয়াম এলাকায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুজ্জামান সুজনের নামে স্টেডিয়াম নামকরণের দাবি জেলা বিএনপি দীর্ঘদিন ধরে করে আসছে। এই দাবির পক্ষে তারা স্টেডিয়ামের আশপাশে ব্যানার ও ফেস্টুনও লাগিয়ে রেখেছিল।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, ‘আমরা আজকের ঘটনায় চরম অবজ্ঞিত হয়েছি। আমরা অন্যায় কিছু চাইনি, শুধুমাত্র আমাদের প্রয়াত কর্মী শহীদ সুজনের নামে স্টেডিয়াম নামকরণের প্রস্তাব নিয়েই এসেছি।’
বিষয়টি নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ও পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে কোনো সাড়া পাওয়া যায়নি।