আগস্ট ৯, ২০২৫, ০১:৩৫ পিএম
কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার অস্ত্রের চেয়েও বড় হুমকি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন জরুরি।
শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, অতীতের ব্যর্থতার কারণে ভোটারদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের সমন্বয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে ভোটাররা ভয়ভীতিমুক্তভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
তিনি উল্লেখ করেন, “মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার অভ্যাস হারিয়ে ফেলেছে। তারা ভাবে, আমি না গেলেও অন্য কেউ আমার ভোট দিয়ে দেবে। এই মানসিকতা বদলে ভোটারদের আবার কেন্দ্রে ফেরানো বড় চ্যালেঞ্জ।”
পেশাদার সাংবাদিকদের স্বচ্ছ নির্বাচনে অংশীদার আখ্যা দিয়ে সিইসি তথ্য যাচাই করে প্রকাশের আহ্বান জানান।
পূর্বের নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলেও স্থানীয় লোকবল দিয়েই ভোট পরিচালনা করতে হবে জানিয়ে তিনি বলেন, অভিযুক্তদের পুনরায় দায়িত্ব না দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
সম্মিলিত প্রচেষ্টায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি।