জুলাই ২৬, ২০২৫, ০৪:৩৯ পিএম
ফাইল ছবি
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৩৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে বরিশাল সিটি করপোরেশনের বাইরের এলাকায় সর্বোচ্চ ১৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরের এলাকা থেকে ৩০ জন, ঢাকা সিটির বাইরের অঞ্চল থেকে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৮ জন, দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনার বাইরের এলাকায় ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগের বাইরের এলাকা থেকে ৩ জন ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। এর মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩ জনে।
ডেঙ্গুতে চলতি মাস জুলাইয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩১ জন মারা গেছেন। জুনে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিল মাসে ৭ জন এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৯ হাজার ১২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৩৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।