আফগানিস্তানে সহায়তা স্থগিত করল বিশ্বব্যাংক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২১, ০১:০৯ পিএম

আফগানিস্তানে সহায়তা স্থগিত করল বিশ্বব্যাংক

আফগানিস্তান দখল করে শাসন ক্ষমতা তালেবান নিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে দেশটিতে আর সহায়তা করবে না বলে ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। পাশপাশি তালেবান শাসনামলে দেশটির উন্নয়ন কার্যক্রম নিয়েও বিশ্বব্যাংক উদ্বেগ জানিয়েছে।

বিশ্বব্যাংকের ওয়েবসাইটে দেয়া তথ্যের বরাত দিয়ে  বিবিসি’র খবরে বলা হয়, আফগানিস্তানে ২০০২ সাল থেকে এ পর্যন্ত ৫৩০ কোটি মার্কিন ডলার সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক।পাশাপাশি দেশটিতে বিশ্বব্যাংকের দুই ডজনের মতো উন্নয়নমূলক প্রকল্প রয়েছে।

বিশ্বব্যাংকের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির খবরে আরও বলা হয়, আফগানিস্তানে চলমান পরিস্থিতি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির উন্নয়ন বিশেষ করে নারীদের ওপর পরিস্থিতি পরিবর্তনের প্রভাব নিয়েই উদ্বেগ বেশি। তবে আফগানিস্তানে উন্নয়ন কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখার উপায় অনুসন্ধান করা হচ্ছে বলেও বিশ্ববাংকের ওই মুখপাত্র জানান।

এদিকে, আফগানিস্তানের বার্তা সংস্থা পাজহোকের বরাত দিয়ে মঙ্গলবার (২৪ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গুল আগাকে অর্থমন্ত্রী, সদর ইব্রাহিমকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, নাজিবুল্লাহকে গোয়েন্দাপ্রধান, মোল্লা শিরিনকে কাবুলের গভর্নর, হামদুল্লাহ নোমানিকে রাজধানীর মেয়র এবং হাজী মোহাম্মদ ইদ্রিসকে দেশটির দ্য আফগানিস্তান ব্যাংকের (ডিএবি) নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে তালেবান। আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের আগেই তালেবান তাদের নিয়োগ দেয়।

উল্লেখ্য, ২০০১ সালে যুত্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হামলার মুখে আফগানিস্তানে তালেবান সরকারের পতন ঘটে। তারপর দেশটিতে অবস্থান করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সামরিক বাহিনীর সদস্যরা। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের  ঘোষণা দেওয়ার পরই তালেবান সশস্র যুদ্ধ শুরু করে। তাদের হামলায় টিকতে না পেরে আফগান সরকারের একের পর এক প্রদেশ হাতছাড়া হয়ে যায়। সবশেষ গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

Link copied!