জুলাই ৫, ২০২৫, ১২:৫১ পিএম
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভগ্নিপতি আশফাক কাদেরী।
আশফাক কাদেরী জানান, সকাল ৯টার দিকে গুলশানের বাসায় মারা যান শামসুল হুদা। মৃত্যুর পর তাঁর মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।
শামসুল হুদার মেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এটিএম শামসুল হুদা ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর নেতৃত্বাধীন কমিশন নবম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করে, যা দেশের গণতান্ত্রিক ধারায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
তাঁর সময়ে নির্বাচন কমিশনের ওপর জনআস্থার পুনঃপ্রতিষ্ঠার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছিল।