জুলাই ৫, ২০২৫, ০৩:১০ পিএম
মালয়েশিয়ায় সম্প্রতি আটক ৩৬ জন বাংলাদেশির বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তে দেশটির কর্তৃপক্ষকে সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ইতোমধ্যে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আটক ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে চেয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে কিংবা তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সরকার ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন নিয়মিত মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, প্রয়োজনে আটক বাংলাদেশিদের প্রয়োজনীয় কনসুলার সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।