আগামী আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের বাংলাদেশ সফর অবশেষে স্থগিত করা হয়েছে।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি নিয়ে গঠিত এই বহুল প্রতীক্ষিত সিরিজটি এখন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সূচি পর্যালোচনা করে বিসিবি ও ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই যৌথভাবে সিরিজটি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। সিরিজের নতুন সূচি পরবর্তীতে জানানো হবে।
ভারতীয় দলের ১৩ আগস্ট বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল এবং সফরের প্রাথমিক সূচিও মাস দুয়েক আগেই চূড়ান্ত করা হয়েছিল। তবে ভারত সরকারের অনুমোদন না পাওয়ায় বিসিসিআই সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক টানাপড়েনের কারণে ভারত সরকার সফরের ব্যাপারে দ্বিধায় ছিল। বর্তমান সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক কিছুটা শীতল, এবং ভারতীয় কর্তৃপক্ষ মনে করছে এই সফর এখন আয়োজন করলে তা ভুল বার্তা দিতে পারে।
তাছাড়া সফরের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিসিসিআই। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল সংস্থাটি।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আগেই জানিয়েছিলেন, যদি ভারত আগস্টে সফরে না আসে, তাহলে পরবর্তী ফাঁকা সূচিতে সিরিজটি আয়োজন করা হবে। শেষ পর্যন্ত দুই বোর্ড ২০২৬ সালের সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সিদ্ধান্তে উপনীত হয়েছে।
যদিও সফরটি স্থগিত হয়েছে, সিরিজটি বাতিল হয়নি—এতে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এখনো আশার আলো রয়ে গেছে যে, অনুকূল পরিবেশে পুনরায় মাঠে গড়াবে ভারত-বাংলাদেশ ক্রিকেট দ্বৈরথ।