রাজধানী কাবুল দখলের কাছাকাছি তালেবানরা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৪, ২০২১, ০৬:৩৭ পিএম

রাজধানী কাবুল দখলের কাছাকাছি তালেবানরা

আফগানিস্তানের রাজধানী কাবুলের খুব কাছাকাছি চলে এসেছে বিদ্রোহী তালেবান যোদ্ধারা। একের পর এক এলাকা দখল করে রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে তারা। সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা এরই মধ্যে কাবুল থেকে মাত্র ৩০ মাইল দূরে রয়েছে বলে বিবিসির খবরে বলা হচ্ছে। দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা।

আফগান সেনা ও তালেবানদের যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাদের একটি অগ্রগামী দল আফগানিস্তানে পৌঁছেছে। তবে আফগান সেনাবাহিনীকে সাহায্য করার জন্য নয়। দেশটিতে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে আনতে সেখানে গেছে তারা। যুক্তরাষ্ট্রের পাঠানো ৩ হাজার সৈন্যের প্রথম দলটি শনিবার (১৪ আগস্ট) কাবুলের কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে বিবিসি’র খবরে বলা হয়। 

আলজাজিরার খবরে বলা হয়, প্রায় দুই দশক পর আবারও আফগানিস্তানে ক্ষমতায় ফিরতে চলেছে তালেবানরা। টানা দুই দশকের সামরিক অভিযান শেষে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সৈন্যরা আফগানিস্তান ছাড়ার পর তালেবান যোদ্ধারা একের পর এক এলাকা দখল করে নিচ্ছে। গত এক সপ্তাহের মধ্যে আফগান সেনাদের হটিয়ে তালেবানরা অর্ধেক ডজনের বেশি প্রদেশ দখলে নিয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) পর্যন্ত তারা মোট ৩৪ টি প্রদেশের মধ্যে ১৮টি প্রদেশের রাজধানী দখলে নিয়ে নিজেদের শাসন প্রতিষ্ঠার দিকে নজর দিচ্ছে।

শুক্রবার (১৩ আগস্ট) আসে তালেবানদের সবচেয়ে বড় সাফল্য। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম হেরাত নগরীর দখল করার পাশাপাশি সেখানে নেতৃত্ব দেওয়া মিলিশিয়া বাহিনীর প্রবীণ কমান্ডার ইসমাইল খানকে (৭০) বন্দি করে। শুক্রবার (১৩ আগস্ট) স্থানীয় সরকারি কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

হেরাতের প্রাদেশিক পরিষদের সদস্য গুলাম হাবীব হাসিবি গণমাধ্যমকে জানান, ‘তালেবানের সঙ্গে একটি চুক্তি অনুযায়ী হেরাতের বর্তমান গভর্নর ও কয়েকজন নিরাপত্তা কর্মকর্তাসহ ইসমাইল খানকে তালেবান যোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়। ইসমাইল খান আফগানিস্তানে ‘হেরাতের সিংহ’ নামেই পরিচিত।

১৯৭৯ সালে সোভিয়েত বিরোধী যুদ্ধে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নামকরা মুজাহিদীন কমান্ডার হিসেবে তিনি সমাদৃত। সম্প্রতি আফগান সরকারের অধীনে স্থানীয় মিলিশিয়াদের নিয়ে তিনি তালেবানের বিরুদ্ধে যুদ্ধে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সহিংসতা বন্ধে আফগানিস্তানের সরকারকে তালেবানের সঙ্গে মিলে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ওইদিন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এক বিবৃতিতে আহ্বান জানিয়ে বলেন,`আমরা আফগান সরকারকে সকল রাজনৈতিক মতপার্থক্যের মীমাংসা, অংশীদারদের প্রতিনিধিত্ব বাড়ানো এবং ঐক্যবদ্ধ দৃষ্টিকোণ থেকে তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।‘

এর আগে, ব্রিটেন জানিয়ছিল তালেবানরা ফের ক্ষমতায় আসলে তাদের সাথে কাজ করতে রাজি আছে। তবে চীন ও রাশিয়া আফগানিস্তানে ফের তালেবান উত্থানে বেশ উদ্বেগ প্রকাশ করেছে। আফগানিস্তানের যোগাযোগ ও অবকাঠানো উন্নয়ন খাতে ওই দুটি রাস্ট্রের বিপুল পরিমাণ বিনিয়োগ থাকায় বেইজিং ও মস্কো  উদ্বিগ্ন-এমনটি ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।  

কাবুলে শরণার্থীর ঢল

তালেবানের তীব্র হামলার মুখে আফগানিস্তানে এখন প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছে। এরকম হাজার হাজার মানুষ এখন উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছে রাজধানী কাবুলে। এমতাবস্থায় আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর প্রতি তাদের সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তালেবানদের হাতে মৃত্যুর ভয়ে এসব মানুষ যাতে অন্যান্য দেশে আশ্রয় নিতে পারে তার জন্য জাতিসংঘ এই আহবান জানায়।

আফগানিস্তানে খাদ্য সংকট চরমে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে। সেখানে একটা বিরাট মানবিক বিপর্যয় ঘটতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।

মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর থেকে তালেবানের অবিশ্বাস্য সামরিক সাফল্য দেখে বিশ্ববাসী পুরো অবাক। দেশটির সরকারি বাহিনী কোথাও কোথাও লড়াই ছাড়াই পরাজয় স্বীকার বা আত্মসমর্পণ করছে। এমতাবস্থায় তালেবানদের বিরুদ্ধে আফগানিস্তানে ফের অস্থায়ীভাবে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তবে কখন থেকে তারা সেনা পাঠানো শুরু করবে তা জানা যায়নি।

Link copied!