করোনাভাইরাসের প্রতিরোধী টিকার দুই ডোজই যারা সম্পন্ন নেবেন তারা মুখের মাস্ক খুলতে পারবেন বলে জানিয়েছে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এতে আমেরিকার মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
সিডিসির নতুন নির্দেশনার বরাত দিয়ে বিবিসি জানায়, যারা পুরোপুরি টিকা নিয়েছেন আর যারা টিকা নেননি তাদের সঙ্গে চলাচল করতে পারবেন। কারণ করোনা টিকার শেষ ডোজ নেওয়ার ২ সপ্তাহ পর মানুষ করোনা প্রতিরোধী হয়ে ওঠেন। বর্তমানে প্রায় ৩ কোটি মানুষকে করোনাভাইরাসের টিকা দিয়েছে আমেরিকা। করোনার উপসর্গ দেখা না দিলে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে গেলেও তাদের করোনা পরীক্ষা বা কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
তবে টিকা নেয়া ব্যক্তিদের কিছু নিয়ম-নীতি মেনে চলতে হবে। তা হলো, জরুরী ব্যতীত ভ্রমণ এবং মানুষের ভিড় এড়িয়ে চলতে হবে। ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
সিডিসি আরও জানিয়েছে, টিকা নেয়া মানুষ দ্বারা যারা টিকা নেননি তারা সংক্রমিত হতে পারে এমন ঝুঁকি থাকছে। কেননা, টিকা নেয়া ব্যক্তির রোগ ছড়ানোর কার্যক্ষমতার বিষয়ে উপযুক্ত তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে টিকা নেয়নি এমন ব্যক্তি দ্বারা আক্রান্ত হলে যদি করোনায় গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি থাকে তাহলে তার সঙ্গে মেলামেশার সময় টিকা গ্রহণ করা ব্যক্তির মাস্ক পরা উচিত হবে।