টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০; এখনও নিখোঁজ অনেক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৬, ২০২৫, ১০:৪৫ এএম

টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০; এখনও নিখোঁজ অনেক

টেক্সাসের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে বলে শনিবার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

নিখোঁজ রয়েছেন আরও অনেক মানুষ, যাদের মধ্যে সামার ক্যাম্পে আসা শিশু ও স্থানীয় বাসিন্দারাও আছেন।

এই সপ্তাহের শুরুতে হঠাৎ করে প্রবল বন্যা দেখা দেয়, যা নদীর তীর নিচু এলাকা ভাসিয়ে নেয়। শনিবার সারাদিন ধরে উদ্ধারকর্মীরা গুয়াডালুপে নদীর পাশের এলাকা খুঁজে দেখেন। পুরো এলাকা এখন ভাঙা গাছ, উল্টে যাওয়া গাড়ি এবং কাদায় ভর্তি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কের কাউন্টিতে অবস্থিতক্যাম্প মিস্টিকনামের একটি খ্রিস্টান সামার ক্যাম্পের ২৭ জন মেয়ের নিখোঁজ হওয়া।

ক্যাম্পটি সরাসরি আকস্মিক বন্যার কবলে পড়ে, এবং সেই থেকে মেয়েদের আর খোঁজ পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ মৃতদেহ ওই ক্যাম্প এলাকার আশেপাশেই উদ্ধার করা হয়েছে।

দুর্যোগের ৩৬ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও এখনো মোট কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে উদ্ধার অভিযান নিরবচ্ছিন্নভাবে চলছে।

জরুরি সেবাদানকারী দলগুলো দিনরাত কাজ করছে, আর স্বজনদের জন্য উদ্বিগ্ন পরিবারগুলো অপেক্ষায় আছেন কোনো খবরের আশায়।

স্থানীয় প্রশাসন সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে যেন তারা ক্ষতিগ্রস্ত এলাকায় না যান, যাতে উদ্ধার তৎপরতা নিরাপদ নির্বিঘ্নভাবে চালানো সম্ভব হয়।

Link copied!