যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬৭

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১২, ২০২৩, ১১:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের মাউই দ্বীপে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৬৭

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউই কাউন্টিতে সৃষ্ট দাবানল কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্থানীয় শুক্রবার আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। দাবানলে এখনও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছেন। তাই, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখনও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, হাওয়াইয়ের গভর্নর জোস গ্রিন বলেছেন, দিনটি একটি ‘হৃদয়বিদারক দিন’। এ ঘটনায় ঐতিহাসিক নগরী লাহাইনার অন্তত ১ হাজার ৭০০ ঘরবাড়ি ধ্বংস এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছেন। শহরটির ৮০ শতাংশ এলাকা দাবানলের আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছে।

দাবানলকে হাওয়াই দ্বীপের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ উল্লেখ করে গভর্নর জোস গ্রিন বলেন, “যেসব এলাকায় লোকজন এখনও বসবাস করতে পারছে সেখানকার মানুষদের তাদের বাড়ির অতিরিক্ত কক্ষে আশ্রয়হীনদের আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করছি। নিহতের সংখ্যা এখনও বাড়ছে। শত শত ঘর ধ্বংস হয়ে গেছে।

লাহাইনাকে আবার নতুন করে গড়ে তুলতে বহু বছর লাগবে উল্লেখ করে তিনি আরও বলেন, “এই শহরটিই মূলত দাবানলের কেন্দ্রবিন্দু। লাহাইনার ধ্বংসযজ্ঞের চিত্র দেখলে আপনি বিস্মিত হবেন। সব ভবনই নতুন করে তৈরি করতে হবে। এটা হবে একটা নতুন লাহাইনা।“

প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার রাতে মাউইতে দাবানল শুরু হলে পাশ দিয়ে বয়ে  যাওয়া ঘূর্ণিঝড় ডোরার বাতাসের তোড়ে অল্প সময়ের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে।মাউই দ্বীপের ফায়ার সার্ভিন কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। 

স্থানীয় পুলিশ বলছে, ঠিক কতো মানুষ এখনও নিখোঁজ আছেন তা জানা নেই। তবে, সংখ্যাটি এক হাজারের কম হবে না। পুরো দ্বীপে এখন বিদ্যুৎ ও ইন্টারনেট নেই। একারণে নিখোঁজ লোকজনকে উদ্ধার করাটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে।

Link copied!