এলজিবিটি আন্দোলন নিষিদ্ধ করল রাশিয়ার আদালত

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৩, ১১:৪৪ পিএম

এলজিবিটি আন্দোলন নিষিদ্ধ করল রাশিয়ার আদালত

রাশিয়ার সুপ্রিম কোর্ট এলজিবিটিকিউ আন্দোলনকে ‘চরমপন্থী’ আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছেন। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রয়টার্সের একজন প্রতিনিধি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তিনি জানান, ‘আন্তর্জাতিক এলজিবিটি সামাজিক আন্দোলনের’ কার্যক্রম নিষিদ্ধ করার জন্য রাশিয়ার বিচার মন্ত্রণালয়ের একটি অনুরোধ অনুমোদন করেছে।

গত এক দশক ধরেই রাশিয়াতে এলজিবিটিকিউ নানা পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বিশেষত দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রচলিত মূল্যবোধকেই তাঁর শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে তুলে ধরায়, এই লৈঙ্গিক বৈচিত্র্যের বিরোধী পক্ষগুলো শক্তিশালী হয়ে ওঠে। এরই জেরে একের পর এক নিপীড়নের ঘটনা ঘটছে বলে মনে করেন বিশ্লেষকেরা।

ডেপুটি জাস্টিস মিনিস্টার আন্দ্রে লগিনভ গত সোমবার রাশিয়ার মানবাধিকার রেকর্ডের জাতিসংঘের একটি পর্যালোচনায় বলেছেন, এলজিবিটি অধিকারগুলো আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যৌন অভিমুখীতা বা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে।’

Link copied!