মে ২৭, ২০২১, ১১:৫৭ এএম
মহামারি করোনাভাইরাসের উৎপত্তির বিষয়ে আগামী ৯০ দিনের মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসির খবরে বলা হয়, নিরবঘাতক এই ভাইরাস কিভাবে মানবদেহে এসেছে, প্রাণীর কাছ থেকে নাকি গবেষণাগারের দুর্ঘটনা থেকে- মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়টিও জানতে চেয়েছেন।
দেড় বছর ধরে সারাবিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বে ৩৫ লাখ ১২ হাজার ১৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে চীনের উহানের একটি গবেষণাগার বা একটি মৎস্য মার্কেটকে এর উৎপত্তি স্থল হিসেবে মনে করা হলেও এ ব্যাপারে সন্দেহ রয়ে গেছে। নিশ্চিত হওয়া যায়নি ওখান থেকেই ভাইরাস ছড়িয়েছে।
বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি এমন কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে, চীনের গবেষণাগার থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়, ২০১৯ সালের নভেম্বরে চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির তিন গবেষক এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তারা হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। এ ঘটনার কয়েক সপ্তাহ পর করোনায় আক্রান্ত হওয়ার খবর বিশ্বকে জানায় চীন।
চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের উৎস সন্ধানে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল চীনে গেলেও বিষয়টির কোনো সমাধান হয়নি।
তাই করোনাভাইরাসের উৎপত্তিস্থল জানতে জো বাইডেন তার দেশের গোয়েন্দা সংস্থাগুলোতে নির্দেশ দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গোয়েন্দাদের দ্বিগুণ পরিশ্রম করা উচিত। যাতে তথ্য বিশ্লেষণ করে করোনার উৎপত্তি নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়। আর ৯০ দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেয়া যায়।’
সম্প্রতি করোনার প্রকৃত উৎস নিয়ে সংশয় প্রকাশ করেন মার্কিন মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। মার্কিন স্বাস্থ্য সচিব জেভিয়ার বেকেরাও বলেছেন, ‘করোনার উৎস নিয়ে দ্বিতীয় পর্যায়ের গবেষণা প্রয়োজন। যা হবে স্বচ্ছ, বিজ্ঞানভিত্তিক এবং ভাইরাসের উৎসের কেন্দ্রে পৌঁছে বিজ্ঞানীদের গবেষণার স্বাধীনতা দিতে হবে।’