নিউইয়র্কে বন্দুক জমা দিলেই ৫০০ ডলার মূল্যের গিফট

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৩, ০১:১০ এএম

নিউইয়র্কে বন্দুক জমা দিলেই ৫০০ ডলার মূল্যের গিফট

একের পর এক বন্দুক হামলার ঘটনা এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছে ‘বাইব্যাক’কর্মসূচি। নিউইয়র্কে এই কর্মসূচি শুরুর পর বন্দুক মালিকদের মধ্যে অস্ত্র জমা দেওয়ার হিড়িক পড়ে গেছে।  

স্থানীয় সময় শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় বন্দুক মালিকরা প্রতিটি অস্ত্রের জন্য ৫০০ ডলার মূল্যের গিফট কার্ড পাচ্ছেন। এক মালিকের একাধিক অস্ত্র থাকলে পরের প্রতিটির জন্য ১৫০ ডলার পাচ্ছেন। নিউইয়র্ক জুড়ে এরকম নয়টি বাইব্যাক কেন্দ্র স্থাপন করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাইব্যাক প্রোগ্রামটির আয়োজন করেছে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়। কার্যালয় থেকে জানানো হয়,  কর্মসূচিতে ৩ হাজারেরও বেশি বন্দুক জমা পড়েছে। এর মধ্যে রয়েছে অ্যাসল্ট রাইফেল। এছাড়া ঘোস্ট বন্দুকও রয়েছে যেগুলো আগ্নেয়াস্ত্রের কিছু অংশ থেকে তৈরি করা হয় এবং একত্রিত না করে বিক্রি করা হয়ে থাকে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেক্সাসে বন্দুক হামলার ঘটনা ঘটে।  স্থানীয় সময় মধ্যরাতে অঙ্গরজ্যটির ক্লিভল্যান্ড শহরের একটি বাড়িতে প্রবেশ করে এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালায়। এতে এক শিশু ও দুই নারীসহ অন্তত পাঁচজন প্রাণ হারান।

এর আগে, চলতি বছরের ১৬ এপ্রিল দেশটির আলাবামায় এক কিশোরের জন্মদিনের পার্টিতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত ছয়জন মারা যায়।

গত বছরের ১৫ অক্টোবর সন্ধ্যায় মেক্সিকোতে একটি বারে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়। এরও আগে, একই বছরের ২৫ মে টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে ১৯টি শিশুসহ একুশ জন নিহত হয়।

Link copied!