লুহানেস্কের ৯৭ ভাগ এলাকা দখল করা হয়েছে: রুশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৮, ২০২২, ০৪:০০ এএম

লুহানেস্কের ৯৭ ভাগ এলাকা দখল করা হয়েছে: রুশ প্রতিরক্ষামন্ত্রী

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানেস্কের ৯৭ ভাগ এলাকা এখন রুশ সেনাদের দখলে। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এ দাবি করেন।

ব্রিটেনের জাতীয় দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, “গুরুত্বপূর্ণ সেভেরোদোনেৎস্ক শহরটির আবাসিক অংশটি দখল করেছেন তারা। এখন বাণিজ্যিক অংশ ও এর আশপাশের অঞ্চল দখল করার চেষ্টায় আছেন।” 

রুশ সেনারা সেভেরোদোনেৎস্কের ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পোপাসনা পর্যন্ত তাদের আক্রমণের পরিধি বাড়িয়েছেন বলেও জানান সের্গেই সোইগু।  রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “তারা এ অঞ্চলের লাইম্যান এবং সোভিয়াতোহিরস্কসহ ১৫টি শহর দখল করেছেন।” 

সের্গেই সোইগু আরও দাবি করেন, “তারা এখন পর্যন্ত ৬ হাজার ৪৮৯ জন ইউক্রেনীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করেছেন। এর মধ্যে গত ৫ দিনে আটক হয়েছেন ১২৬ ইউক্রেনীয় সেনা।’ তবে রুশ প্রতিরক্ষামন্ত্রীর এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।” 

সেভেরোদোনেৎস্কের বাকি অংশগুলো রুশ সেনারা দখল করতে পারলে পুরো লুহানেস্ক রাশিয়ার দখলে চলে আসবে। 

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!