ঢাকা উত্তরে প্রথমবারের মতো বাংলা নববর্ষের আয়োজন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৪, ০৪:১৫ পিএম

ঢাকা উত্তরে প্রথমবারের মতো বাংলা নববর্ষের আয়োজন

ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় প্রথমবারের মতো বাংলা নববর্ষের আয়োজন করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সকাল থেকে গুলশান-২-এর বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে ‘অলি-গলির হালখাতা’ নামে বাংলা নববর্ষের এই অনুষ্ঠান শুরু হয়। সবশেষ পাওয়া খবর অনুযায়ী গুলশান, বনানী, বারিধারা ও এর আশপাশের এলাকার বাসিন্দারা নববর্ষের অনুষ্ঠান উপলক্ষে শাহাবুদ্দিন আহমদ পার্কে আসছেন। নানা রঙের, নানা ঢংয়ের পোশাক পরে পরিবার-পরিজন নিয়ে লোকজন নববর্ষের অনুষ্ঠানে এসেছেন।

ঢাকা উত্তরে বর্ষবরণের উপলক্ষে শনিবার রাতভর গুলশান ২ নম্বর চত্বরে আঁকা হয়েছে আলপনা।

এই আয়োজনে সহযোগিতা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, গুলশান সোসাইটি, শাহাবুদ্দিন পার্ক ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ কয়েকটি প্রতিষ্ঠান। আয়োজনে থাকছে আলপনা, আর্ট ক্যাম্প, সংগীত, আলাপ প্রভৃতি।

অনুষ্ঠানে গান গাওয়ার কথা আছে পালাকার ইসলাম উদ্দিন, বাপ্পা মজুমদার এবং সমগীত ও গানপোকা। অনুষ্ঠানের ভাবআলাপে থাকার কথা রয়েছে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম, শিল্পী হাশেম খান, সারা যাকের, নাশিদ কামাল, আফজাল হোসেন, জয়া আহসান, কবি ইরাজ আহমেদসহ নাগরিক জনরা।

Link copied!