ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে অ্যাডিলেড টেস্টে অজিদের দাপট

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৫:৩৭ পিএম

ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরিতে অ্যাডিলেড টেস্টে অজিদের দাপট

ছবি: সংগৃহীত

ট্রাভিস হেডের দাপুটে সেঞ্চুরিতে অ্যাডিলেড টেস্ট নিজেদের কব্জায় নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের আলোচিত ‘বাজবল’ দর্শন এই সিরিজে কার্যত মুখ থুবড়ে পড়েছে। ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের নেতৃত্বে ইংলিশদের অ্যাশেজে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ার ধারাবাহিকতা অস্ট্রেলিয়া সফরেও অব্যাহত রয়েছে। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে দারুণভাবে এগিয়ে আছে স্বাগতিকরা। ফলে এখন দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের অপেক্ষায় কামিন্স-স্টার্করা।

অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৭১ রান তোলে। স্টিভ স্মিথের ইনজুরিতে একাদশে সুযোগ পাওয়া উসমান খাজা করেন ৮২ রান। দলীয় শত রানের আগেই চার উইকেট হারানো অস্ট্রেলিয়াকে সামাল দেন খাজা ও অ্যালেক্স কেরি। কেরি খেলেন ১০৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। পরে মিশেল স্টার্কের ৫৪ রানের ক্যামিওতে দলের স্কোর আরও শক্ত ভিত পায়।

জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ডের বোলিং তোপের মুখে পড়ে ২৮৬ রানে অলআউট হয়ে যায়। পাঁচ নম্বরে নেমে হ্যারি ব্রুক করেন ৪৫ রান। বাজবল ছেড়ে ধৈর্যের পথ বেছে নিয়ে অধিনায়ক বেন স্টোকস ১৯৮ বল খেলে ৮৩ রান করেন। জেমি স্মিথ করেন ২২ রান। শেষদিকে জোফরা আর্চার ৫১ রান যোগ করে দলের রান সম্মানজনক পর্যায়ে নিয়ে যান। কামিন্স ও বোল্যান্ড তিনটি করে উইকেট নেন, নাথান লায়নের শিকার দুটি।

প্রথম ইনিংস শেষে ৮৫ রানের লিড পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৮ রানে প্রথম এবং ৫৩ রানে দ্বিতীয় উইকেট হারালেও ট্রাভিস হেড ও উসমান খাজার ব্যাটে আবারও ম্যাচে দাপট দেখায় স্বাগতিকরা। খাজা ৪০ রান করে আউট হন। ক্যামেরন গ্রিন ফিরলে হেড ও কেরি চতুর্থ উইকেটে ২৭১ রানের বড় জুটি গড়ে দিন শেষ করেন। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার লিড দাঁড়ায় ৩৫৬ রান।

ট্রাভিস হেড ১৯৬ বলে ১৪২ রানের অনবদ্য ইনিংস খেলেন, যেখানে ছিল ১৩টি চার ও দুটি ছক্কা। নিজের ঘরের মাঠ অ্যাডিলেডে সেঞ্চুরি করে আবেগপ্রবণ হয়ে উইকেট চুমু খান তিনি। অপরপ্রান্তে অ্যালেক্স কেরি ৫২ রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জোফরা আর্চার তৃতীয় দিন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি। জস টং নেন দুটি উইকেট। প্রথম ইনিংসে ব্রাইডন কার্স ও উইল জ্যাক দুটি করে উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে তারা একটি করে উইকেট সংগ্রহ করেন।

Link copied!