হাদিকে নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স, ঢাকা ছাড়বে দুপুর দেড়টায়

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৫৮ পিএম

হাদিকে নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স, ঢাকা ছাড়বে দুপুর দেড়টায়

উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ জুলাই আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সোমবার সকাল ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে। সব প্রস্তুতি শেষ হলে দুপুর দেড়টার দিকে হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, হাদিকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে একজন চিকিৎসক ও একজন নার্সসহ দুই সদস্যের একটি মেডিকেল টিম রয়েছে। এদিকে, হাদিকে হাসপাতালে থেকে আনতে মেডিকেল প্রতিনিধিদল ইতোমধ্যে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে।

শরিফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি ব্যবস্থাপনা ও খরচে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা স্থিতিশীল থাকলেও আশঙ্কামুক্ত নয়।

Link copied!