সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০২:৪১ পিএম

সুদানে সন্ত্রাসী হামলায় হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর

ছবি: আইএসপিআর

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার দুপুরে আইএসপিআরের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, গত শনিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে আবেইয়ে কাদুগলি লজিস্টিক বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়।

শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন

● করপোরাল মো. মাসুদ রানা, এএসসি (নাটোর)
● সৈনিক মো. মমিনুল ইসলাম, বীর (কুড়িগ্রাম)
● সৈনিক শামীম রেজা, বীর (রাজবাড়ী)
● সৈনিক শান্ত মন্ডল, বীর (কুড়িগ্রাম)
● মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ)
● লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)

আহত বাংলাদেশি শান্তিরক্ষীরা হলেন

● লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, পিএসসি, অর্ডন্যান্স (কুষ্টিয়া)
● সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, বীর (দিনাজপুর)
● করপোরাল আফরোজা পারভিন ইতি, সিগন্যালস (ঢাকা)
● ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, ইএমই (বরগুনা)
● সৈনিক মো. মেজবাউল কবির, বীর (কুড়িগ্রাম)
● সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, ইঞ্জিনিয়ার্স (রংপুর)
● সৈনিক চুমকি আক্তার, অর্ডন্যান্স (মানিকগঞ্জ)
● সৈনিক মো. মানাজির আহসান, বীর (নোয়াখালী)

আইএসপিআর জানায়, আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর সাতজনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তর করা হয়েছে। তাঁরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এছাড়া শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

Link copied!