সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজটি আমিরাতের বহির্নোঙরে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৪, ০১:৩০ এএম

সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজটি আমিরাতের বহির্নোঙরে

ছবি: সংগৃহীত

সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত এমভি আবদুল্লাহ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রসীমায় এসে পৌঁছেছে। সোমালিয়ার উপকূল থেকে যাত্রা শুরুর আটদিন পর স্থানীয় সময় রোববার (২১ এপ্রিল) দুপুরে শারজাহ অঞ্চলের সমুদ্রসীমায় জাহাজটি অবস্থান নেয়।

জাহাজের প্রধান প্রকৌশলী এ এস এম সাইদুজ্জামান ও ক্যাপ্টেন আবদুর রশিদ গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি হামরিয়া বন্দরের বহির্নোঙরে রয়েছে। জাহাজ বন্দরে ভেড়ানোর বিষয়ে কিছু প্রশাসনিক প্রক্রিয়া আছে। সেগুলো সম্পন্ন করে সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় তারা হামরিয়া বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করবে। বন্দরে পৌঁছাতে দুই ঘণ্টা সময় লাগতে পারে।

Link copied!