কে ছিলেন আসিম জাওয়াদ?

হাসনাত আসিফ কুশল

মে ১০, ২০২৪, ০৯:১০ পিএম

কে ছিলেন আসিম জাওয়াদ?

মুহাম্মদ আসিম জাওয়াদ। ফাইল ছবি

জীবন বিপন্ন করে দেশের হাজার কোটি টাকার সম্পদ বাঁচিয়েছেন স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ। কিন্তু কে এই আসিম জাওয়াদ? চলুন জেনে আসি তার পারিবারিক, শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে-

স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ একজন বৈমানিক। ১৯৯২ সালের ২০ মার্চ মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার বাবা মো. আমান উল্লাহ ও মায়ের নাম নিলুফা আক্তার খানম।

২০০৭ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি, ২০০৯ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি ও ২০১২ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে বিএসসি (অ্যারো) পাস করেন আসিম জাওয়াদ।

২০১০ সালের ১০ জানুয়ারি বিমান বাহিনীতে যোগদান করেন তিনি। ২০১১ সালের ১ ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার ও জিডি (পি) শাখায় কমিশন লাভ করেন আসিম জাওয়াদ।

চাকরির সময় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন তিনি। পেশাদারি দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিজ ট্রফি, বিমান বাহিনী প্রধান ট্রফি ও বিমান বাহিনী প্রধানের প্রশংসাপত্র লাভ করেন তিনি।

এছাড়া ভারতীয় বিমানবাহিনীতে কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ভারতীয় বিমান বাহিনীর চিফ অব এয়ারস্টাফস ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং অর্জন করেন। চাকরির সময় দেশে-বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন এবং সফলতার সঙ্গে তা সম্পন্ন করেন তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর ১ মাস ২০ দিন। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে, মা-বাবা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুর্ঘটনার বর্ণনা: আজ সকাল ১০টা ২৫ মিনিটে চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়ন করে ইয়াক-১৩০ নামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।

প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার উপকণ্ঠে বিমানটি বিধ্বস্ত হয়।

ওই বিমানে বৈমানিক হিসেবে ছিলেন উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ।

আসিম জাওয়াদকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গায় নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!