ভিন্ন মত দমন না করে তা প্রকাশের সুযোগ দিতে হবে: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৫, ০৭:০১ পিএম

ভিন্ন মত দমন না করে তা প্রকাশের সুযোগ দিতে হবে: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

ভিন্নমত দমন না করে তা প্রকাশের সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার, ০৮ জুলাই বিকেলে বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার বিকেলে বিকেলে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতা ও এর প্রধান অন্তরায় নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে দ্যা বাংলাদেশ ডায়লগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন মত। কেউ কারো ভিন্ন মতের সঙ্গে একমত না হলেও ভিন্ন মতটি সুরক্ষা ও সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ঢাকার সাথে মফস্বলের দূরত্ব কমানো না গেলে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না।’

তরুণদের হাত ধরেই বাংলাদেশ আগামীতে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

Link copied!