ফেসবুকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, যা জানা যাচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২৫, ০৩:৩৩ পিএম

ফেসবুকে ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, যা জানা যাচ্ছে

ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে কয়েক দিন ধরে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় শুরুতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করানো হয়। শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে।

এর মধ্যে গতকাল সোমবার রাত থেকে খবর ছড়িয়েছে, ফরিদা পারভীন মারা গেছেন। ফেসবুকে বিভিন্ন মানুষ তার ছবি পোস্ট করে মৃত্যুর খবর ছড়াচ্ছে। পুরো বিষয়টি নিয়ে বিব্রত শিল্পীর পরিবার।

শিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম আজ মঙ্গলবার দুপুরে বলেন, ‘এটা ভুয়া খবর। আমরা আছি অসুস্থ মানুষটাকে নিয়ে চিন্তার মধ্যে। কোথায় সবাই দোয়া করবেন, সেখানে হুট করে কে বা কারা ছড়িয়েছে মৃত্যুর খবর! মানুষের এসব কোন ধরনের মানসিকতা!’ খবর প্রথম আলো।

মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তীর বলেন, ‘ফরিদা পারভীন তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ভর্তি হন। তার এখনকার অবস্থা ঝুঁকিপূর্ণ। মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। রক্তে সংক্রমণ আছে। জ্ঞানের মাত্রা কম কাজ করছে। কিডনি পূর্ণ বিকল, সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করানো হয়। তার এখনকার যে অবস্থা, তাতে যেকোনো মুহূর্তে ভেন্টিলেশন সাপোর্ট দরকার হতে পারে।’

ফরিদা পারভীনের সার্বিক শারীরিক অবস্থা প্রসঙ্গে গাজী আবদুল হাকিম বলেন, ‘সার্বিকভাবে তার অবস্থা খুব একটা ভালো নয়। গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে। ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শরীর এখন প্রচণ্ড দুর্বল। উঠে দাঁড়ানোর মতো শক্তি পান না। হাঁটতেও পারেন না। সবাই তার জন্য দোয়া করবেন।’

Link copied!