বায়ার লেভারকুজেন অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক

মে ১৮, ২০২৪, ১১:৫৯ পিএম

বায়ার লেভারকুজেন অপরাজিত চ্যাম্পিয়ন

কোনো ম্যাচ না হেরে জার্মান বুন্দেসলিগা জয়ের উৎসব করেছে বায়ার লেভারকুজেন। শনিবার তারা ২-১ গোলে অগসবুর্গকে হারিয়েছে। 

জার্মান লিগের মৌসুম ৩৪ ম্যাচের। লেভারকুজেন ২৮টি ম্যাচে জয় পেয়েছে। আর ৬টি ম্যাচে এসেছে ড্র। পুরো মৌসুমে টানা ৫১ ম্যাচে হারেনি তারা। 

ইউরোপের ইতিহাসে এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আর নেই। জার্মান মৌসুম শেষে আজ তারা শিরোপা নিয়ে উৎসব করেছে। কোচ জাভি আলোনসো এ ক্লাবটির গর্বিত কোচ। 

Link copied!