নিরাপত্তাজনিত কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৫, ০১:৩২ পিএম

নিরাপত্তাজনিত কারণে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের এ সিদ্ধান্তের বিষয়টি বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে সরকারের সঙ্গে আলোচনা করে দেশের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বুধবার রাতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ক্রিকেটটা সুষ্ঠুভাবে আয়োজন করা। তাই এই মুহূর্তে ক্রিকেটের দিকেই আমরা বেশি মনোযোগ দিচ্ছি।’

পরে রাতে বিবৃতি দিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনা অনুযায়ী বড় জনসমাবেশ আয়োজনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিপিএল গভর্নিং কাউন্সিল কোনো ধরনের প্রাক-অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠান না হলেও মাঠের ভেতরে ও বাইরে নিরাপদ পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দর্শক, ম্যাচ অফিসিয়াল ও সংশ্লিষ্ট সব পক্ষের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএলের পর্দা উঠবে এবং আগামী ২৩ জানুয়ারি ফাইনাল ম্যাচের মাধ্যমে ১২তম আসরের পর্দা নামবে। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে।

Link copied!