ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করলেন হাইকমিশনার প্রণয় ভার্মা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ০১:৩৮ পিএম

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করলেন হাইকমিশনার প্রণয় ভার্মা

ছবি: সংগৃহীত

ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা  বিষয়টি  নিশ্চিত করেছেন।

তিনি ভিসা সেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভিসা আবেদনকারীদের সঙ্গে সরাসরি কথা বলেন। পরিদর্শনকালে হাইকমিশনার ভিসা আবেদনকারীদের অভিজ্ঞতা শোনেন। এ সময় অনেক আবেদনকারী চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার জন্য মেডিকেল ভিসার আবেদন করেছেন বলে জানান। গুরুতর রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

গত সপ্তাহে ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশে অবস্থিত এর বিভিন্ন স্থাপনা নিয়ে গুরুতর নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে ঢাকা ও চট্টগ্রামের ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঢাকায় যেসব আবেদনকারীর নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট ছিল, তাদের বিকল্প তারিখ প্রদান করা হয়েছে।

হাইকমিশন সূত্র জানায়, মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ করে গুরুতর রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রয়োজন বিবেচনায় ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও ঢাকা, খুলনা, সিলেট ও রাজশাহীতে ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম চালু রাখা হয়েছে।

উল্লেখ্য গত ১৮ ও ১৯ ডিসেম্বর রাতে জনতার হামলার পর চট্টগ্রামের ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এ সময় পাথর নিক্ষেপ ও প্রবেশপথ ভাঙার হুমকির কারণে ভিসা সেন্টারের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মারাত্মক নিরাপত্তাহীন পরিস্থিতির সৃষ্টি হয়।

হাইকমিশনারের পরিদর্শনকালে ভিসা সেন্টারের কর্মকর্তারা জাল নথি জমা দেওয়ার প্রবণতা, ভিসা সার্ভার হ্যাকের চেষ্টা এবং কৃত্রিম ট্র্যাফিক তৈরি করে সাধারণ আবেদনকারীদের প্রকৃত অ্যাপয়েন্টমেন্ট স্লট থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে ভিসা সংক্রান্ত দালালচক্রের সক্রিয়তার বিষয়টিও উল্লেখ করেন তারা।

হাইকমিশনার প্রণয় ভার্মা এসব উদ্বেগজনক বিষয় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করার আশ্বাস দিয়েছেন।

Link copied!