বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের এনআইডি নম্বর জেনারেট হবে এবং তারা জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) তারা আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদান করেন।
বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের এনআইডি নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
এনআইডি কর্তৃপক্ষ জানায়, বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে তথ্য যাচাই করবে। কোনো তথ্যের সঙ্গে মিল না পাওয়া গেলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখান থেকে এনআইডি ডাউনলোড করা যাবে। প্রয়োজনে নির্বাচন কমিশন থেকেও এনআইডি বা স্মার্টকার্ড সংগ্রহ করা যাবে।
জানা গেছে, ভোটার হওয়ার জন্য তারেক রহমান ও জাইমা রহমান আগেই অনলাইনে আবেদন করেছিলেন। তারা ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তারেক রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে রওনা হয়ে সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে অবস্থিত শহীদ ওসমান হাদির কবরে পৌঁছান। সেখানে তিনি প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে শহীদ ওসমান হাদি ও কবি নজরুল ইসলামের কবরে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেন।
নির্বাচন কমিশন ভবন থেকে বেরিয়ে তারেক রহমান বনানীতে তার ছোট ভাই, প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে যাবেন বলে জানা গেছে।