লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: শিশুকন্যা নিহত, বাবা ও দুই মেয়ে দগ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০১:৪২ পিএম

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: শিশুকন্যা নিহত, বাবা ও দুই মেয়ে দগ্ধ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরের বাইরে থেকে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় তার সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেলাল হোসেনসহ তার আরও দুই মেয়ে দগ্ধ হয়েছেন।

শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।

নিহত শিশুটির নাম আয়েশা আক্তার (৭)। দগ্ধরা হলেন— বেলাল হোসেন (৫০), তার মেয়ে বীথি আক্তার (১৩) ও স্মৃতি আক্তার (১৮)।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন বেলাল হোসেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে বেলাল হোসেন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর দগ্ধ দুই মেয়েকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বড় মেয়ে স্মৃতি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রঞ্জিত কুমার সাহা জানান, গভীর রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়েছে এবং আরও তিনজন দগ্ধ হয়েছেন। এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Link copied!