রাষ্ট্রীয় শোক আজ, দুপুরে হাদির জানাজা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ১১:৩১ এএম

রাষ্ট্রীয় শোক আজ,  দুপুরে হাদির জানাজা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু সঙ্গে না রাখার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।

ইনকিলাব মঞ্চ সূত্রে জানা গেছে, জানাজা শেষে শহীদ হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। পরে তাঁকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দর থেকে মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানেই তাঁর মরদেহ সংরক্ষণ করা হয়েছে।

জানাজা উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন।

Link copied!