ডিসেম্বর ২০, ২০২৫, ০২:০০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
শনিবার সকালে রাজধানীর তোপখানা রোডে উদীচী কেন্দ্রীয় সংসদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সত্যেন সেন স্কয়ারে’ গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, উদীচীর ওপর এই হামলা মুক্তচিন্তা, প্রগতিশীল সাংস্কৃতিক চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনার ওপর সরাসরি আঘাত। তারা অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নেতাকর্মীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় উদীচী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।