ফাইল ফটো
২২ আগস্ট ২০২৫, ঢাকার রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে রাশিয়ান হাউস ইন ঢাকার আয়োজনে রাশিয়ান ফেডারেশনের জাতীয় পতাকা দিবস উদযাপন উপলক্ষে একটি বিশাল গালা কনসার্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি রাশিয়া ও বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের এক সুন্দর মেলবন্ধন হয়ে ওঠে, যা দুই দেশের বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করে।
আনুষ্ঠানিক পর্বে বক্তব্য রাখেন ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধি এবং বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর।
তারা জাতীয় প্রতীকসমূহের গুরুত্ব এবং রাশিয়ার ত্রিবর্ণ পতাকার জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে তাৎপর্যের ওপর আলোকপাত করেন।
সাংস্কৃতিক পর্বে খ্যাতনামা বাংলাদেশি সঙ্গীত দলগুলো অংশগ্রহণ করে। শিক্ষার্থী দল “আকাশ’কো” রুশ সঙ্গীত পরিবেশন করে, আর জনপ্রিয় রক ব্যান্ড “সোনার বাংলা সার্কাস” রাশিয়ান সঙ্গীতের পাশাপাশি তাদের নিজস্ব বাংলা গানও উপস্থাপন করে।
সন্ধ্যার সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল ৩১ মিটার দীর্ঘ রাশিয়ান পতাকা দর্শকসারির মধ্য দিয়ে বহন করা, যা উপস্থিতদের মধ্যে গভীর আবেগ জাগায়। অতিথিরা রাশিয়ার জাতীয় প্রতীকসমূহের সঙ্গে ছবি তুলতে এবং স্মারক উপহার গ্রহণের সুযোগও পান।
বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর মিস একাতেরিনা সেমেনোভা বলেন, "এই কনসার্ট কেবল রাশিয়ান জাতীয় পতাকা উদযাপন নয়, এটি আমাদের দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের এক শক্তিশালী সেতুবন্ধন। আমরা আমাদের বাংলাদেশি বন্ধুদের আন্তরিক স্বাগত এবং যৌথ উদযাপনের জন্য কৃতজ্ঞ।"
অনুষ্ঠানে কূটনৈতিক মহল, সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী এবং প্রায় ৮,০০০ স্থানীয় দর্শক অংশ নেন। সকলেই অনুষ্ঠানটির সফল আয়োজন এবং রুশ-বাংলাদেশি সম্পর্ক জোরদারে এর অবদান প্রশংসা করেন। বিপুল উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে, বাংলাদেশের জনগণ রাশিয়ান সংস্কৃতির প্রতি আন্তরিক আগ্রহী এবং এর মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে।