জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

বাসস

ডিসেম্বর ২৬, ২০২৫, ০৫:২৫ পিএম

জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন

ছবি: বাসস

আইনশৃঙ্খলা রক্ষার্থে জিয়া উদ্যান ও সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বজায় রাখা, যানবাহনের সুষ্ঠু চলাচল নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি, আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

facebook sharing button

messenger sharing button

twitter sharing button

whatsapp sharing button

Link copied!