তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:০১ এএম

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বুলেটপ্রুফ গাড়ি পৌঁছেছে। বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে যাতায়াতের জন্য এই গাড়িটি ব্যবহার করবেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার কিছুক্ষণ আগে তারেক রহমানের জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়িটি বিমানবন্দরে আনা হয়। তাকে বরণ করে নিতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীরাও প্রস্তুত অবস্থানে রয়েছেন।

এরই মধ্যে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ‘বিজি-২০২’ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছু সময় অবস্থান করবেন। এরপর সড়কপথে কুড়িল হয়ে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত সংবর্ধনাস্থলে অবস্থান করবেন।

Link copied!