দেশের পথে তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:৪৮ এএম

দেশের পথে তারেক রহমান

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উদ্দেশে রওনা হয়েছেন। স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ সপরিবারে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশগামী ফ্লাইটে ওঠেন। ইতোমধ্যে তাকে বহনকারী বিমানটি উড্ডয়ন করেছে।

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার পর তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তিনি লন্ডনের নিজ বাসভবন থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। তার সঙ্গে স্ত্রী ও কন্যার পাশাপাশি কয়েকজন ঘনিষ্ঠ সফরসঙ্গীও দেশে ফিরছেন।

Link copied!