মুম্বাইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নোরা ফাতেহি আহত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০২:২৪ পিএম

মুম্বাইয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নোরা ফাতেহি আহত

নোরা ফাতেহি | ছবি: সংগৃহীত

নোরা ফাতেহি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন, তবে বড় ধরনের চোট না হওয়ায় তিনি সুস্থ রয়েছেন। কয়েকদিন আগেই বিশ্বখ্যাত ডিজে ডেভিড গুয়েটার সঙ্গে কনসার্ট করার সুখবর দিয়েছিলেন নোরা। কিন্তু শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে মুম্বাইয়ের ‘সানবার্ন ফেস্টিভ্যালে’ যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে।

নোরা ফাতেহি | ছবি:  সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নোরা কনসার্টের জন্য যাচ্ছিলেন, তখন এক মদ্যপ চালক দ্রুত গতিতে তার গাড়িতে ধাক্কা দেয়। এতে নোরার মাথায় আঘাত লাগে এবং গাড়ির জানালার কাচ ভেঙে যায়। দুর্ঘটনার পর তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো চোট নেই, তবে মাথায় আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর নোরা সোশ্যাল মিডিয়ায় তার অবস্থার কথা জানান, ‘আজ আমি একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলাম। এক মদ্যপ ব্যক্তি আমার গাড়িকে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরালো ছিল যে আমার মাথা জানালার কাচে গিয়ে লাগে।’

তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। এটি আরও ভয়াবহ হতে পারত।’

নোরা ফাতেহি | ছবি:  সংগৃহীত

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে নোরা বলেন, ‘আমি কখনোই মদ বা নেশাজাতীয় দ্রব্যের পক্ষে নই। ২০২৫ সালে এসেও মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, এটা অবিশ্বাস্য। দয়া করে কেউ মদ্যপান করে গাড়ি চালাবেন না।’

আহত হওয়ার পরও নোরা থেমে থাকেননি। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তিনি ডিজে ডেভিড গুয়েটার সঙ্গে মঞ্চ মাতিয়েছেন।

Link copied!