মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:২৬ পিএম

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য আয়োজিত এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। চলতি বছর এ পরীক্ষায় মোট পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) মহাপরিচালক অধ্যাপক ডা. নজরুল হোসেন জানান, পরীক্ষার্থীরা চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) এবং ফলাফল সংক্রান্ত পোর্টাল (https://result.dghs.gov.bd) থেকে ফল জানতে পারবেন।

ডিজিএমই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএ যোগ করে মেধা ও পছন্দের ভিত্তিতে প্রাথমিকভাবে ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১ লাখ ২০ হাজার ৪৪০ জন প্রার্থী নিবন্ধন করেন, যা মোট আবেদনকারীর ৯৮ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে ২ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং পরীক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগে দুইজনকে বহিষ্কার করা হয়।

চলতি বছর মোট ৮১ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলে সামগ্রিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ৩১ হাজার ১২৮ জন পুরুষ, যা মোট উত্তীর্ণের ৩৮ দশমিক ১৩ শতাংশ। অপরদিকে ৫০ হাজার ৫১৪ জন নারী পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, যা ৬১ দশমিক ৮৭ শতাংশ।

Link copied!