ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মূল ট্রফি দেখতে এবং ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন বাংলাদেশের সমর্থকরা। বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছে এই বহুল কাঙ্ক্ষিত ট্রফি।
২০২৬ সালের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত।
ফিফা বিশ্বকাপকে সামনে রেখে কোকা-কোলা আয়োজন করেছে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’। এই সফরে ট্রফিটি ফিফার ৩০টি সদস্য দেশের ৭৫টি শহর ঘুরবে। প্রায় পাঁচ মাসব্যাপী এই যাত্রায় বিশ্বের নানা প্রান্তের ফুটবলভক্তরা কাছ থেকে ট্রফি দেখার সুযোগ পাবেন।
বাংলাদেশে এই আয়োজনকে আরও বিশেষ করতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি ইন্টারঅ্যাকটিভ ক্যাম্পেইন। এর মাধ্যমে ভক্তরা ট্রফি দেখার টিকিট জেতার পাশাপাশি ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। অংশ নিতে হলে একটি লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা QR কোড স্ক্যান করতে হবে। এরপর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে বিশ্বকাপ বিষয়ক একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে।
প্রতি ঘণ্টায় দ্রুততম সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতবেন। এই ক্যাম্পেইন শুরু হয়েছে ১৫ নভেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে বিজয়ী হওয়ার সুযোগ থাকবে।
কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে জানান, বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেমই এই উদ্যোগের মূল অনুপ্রেরণা। তিনি বলেন,
বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে ভক্তদের ফুটবলের আবেগ ও উত্তেজনার আরও কাছাকাছি নিয়ে আসাই আমাদের লক্ষ্য।