ইতিহাসের মহানায়ক আর ফুট নোট এক নয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২৩, ০৩:২০ এএম

ইতিহাসের মহানায়ক আর ফুট নোট এক নয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইতিহাসের মহানায়ক আর ইতিহাসের ফুট নোট এক নয়। স্বাধীনতার ঘোষক আর পাঠক এক কথা নয়। অনেকেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। স্বাধীনতার ঘোষণা দেয়ার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর।”

রবিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সত্তরের নির্বাচনে বাংলার জনগণ বিপুল ভোটে বঙ্গবন্ধুকে বিজয়ী করে। যার মাধ্যমে স্বাধীনতা ঘোষণার বৈধ অধিকার একমাত্র তাকেই দেওয়া হয়। সেই অধিকার বলে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে।”

এখনো সব ষড়যন্ত্রের মূলে বিএনপি-উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “ইতিহাস যারা বিকৃত করেছে, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলার ইতিহাস মুছে দিতে চেয়েছে এখনও তারা ষড়যন্ত্র করছে।”

‘দেশে আওয়ামী লীগ ছাড়া কেউ উন্নয়ন করেনি’ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “শেখ হাসিনা দেশকে পরিণত করেছেন উন্নয়নশীল দেশে, সেটাই আজকে তার অপরাধ। এতো উন্নয়ন, এতো অর্জন কী করে তিনি করলেন, কী করে ঘরে ঘরে বিদ্যুৎ দিলেন, কী করে একদিনে শত সেতু উদ্বোধন করলেন, নিজের টাকায় পদ্মাসেতু করলেন, আজকে ঢাকায় মেট্রোরেল করলেন, এসব উন্নয়নই শেখ হাসিনার অপরাধ। বিএনপির কাছে উন্নয়ন করাই এখন অপরাধ।”

Link copied!