ঘূর্ণিঝড়ের সরাসরি মনিটরিং করে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

মে ১৪, ২০২৩, ০৯:২৫ পিএম

ঘূর্ণিঝড়ের সরাসরি মনিটরিং করে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি মনিটরিং ও নির্দেশনা দিচ্ছেন বলে জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন।

রবিবার (১৪ মে) ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক বৈঠকে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই সময়ে কী করণীয় সে বিষয়ে দলের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার সাংগঠনিক নেতাদেরও জানিয়ে দেওয়া হয়েছে। সরকার আগেই লোকজনকে সরিয়ে নিয়েছে। দ্রুতগতিতে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

সড়ক ও সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপির যেকোনো কৌশলই সাধারণ মানুষ প্রতিহত করবে। রাজনৈতিক ঝড় তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার কথা বলছে বিএনপি ও তাদের সহযোগীরা। কিন্তু বাস্তবতা হচ্ছে তারা কোনো আন্দোলন বা ঝড় তুলতে সক্ষম নয়। তারা চিৎকার-চেচামেচি করে নিজেদের অক্ষমতা ঢাকার চেষ্টা করছে। 

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আহমেদ হোসেন, মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!