মুদি দোকানিকে মারধর, ছাত্রলীগ নেতাকে কোর্টে চালান

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৭, ২০২২, ০৯:২৯ পিএম

মুদি দোকানিকে মারধর, ছাত্রলীগ নেতাকে কোর্টে চালান

ঋণ নেওয়ার পর কিস্তি পরিশোধ করতে না পেরে এক মুদি দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে নাটোর জেলা শাখা ছাত্রলীগের এক সহসভাপতির বিরুদ্ধে।

 

এ ঘটনায় আহত মুদি দোকানি আব্দুস সাত্তারের ছেলে সাব্বির বাদী হয়ে মামলা দায়ের করলে মো. রোকোনুজ্জজামান নামে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কোর্টে চালান করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বিষয়টি গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করে জানান, “শনিবার (আগস্ট) দুপুরের দিকে কিছুক্ষণ আগে তাকে কোর্টে চালান দিয়েছে পুলিশ।”

স্থানীয় ও থানা সূত্র জানায়, রোকনুজ্জামানসহ কয়েকজন মিলে একটি এনজিও পরিচালনা করছেন। ওই এনজিও থেকে মুদি দোকানীকে ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়। তবে কিস্তির টাকা সময়মতো পরিশোধ নিয়ে তর্কাতর্কির জেরে শুক্রবার মারধর করে রোকনুজ্জামান ও তার সঙ্গীরা। পরে তার ছেলে বাদী হয়ে সদর থানায় রোকনুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রোকনুজ্জামানের বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন নাটোর জেলা শাখা ছাত্রলীগ। সংগঠনটির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাহীন জানান, ওই বিষয়ে তিনি জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি তদন্ত করবে জেলা ছাত্রলীগ।” অভিযোগের সত্যতা পাওয়া গেলে রোকনুজ্জামানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Link copied!