মার্চ ২৪, ২০২৫, ০৭:২২ পিএম
ছবি: সংগৃহীত
‘শিল্পীদের কালোতালিকার বিষয়টি মোটেও গ্রহণযোগ্য না। শিল্পীকে কালোতালিকা করা একরকম সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছেন সঙ্গীতশিল্পী বেবী নাজনীন।
তিনি বলেন, ‘কালোতালিকার ঘটনা শিল্পীর মনোবল যেমন ভাঙে, তেমনি তাকে অর্থহীন করে দেয়। কর্মক্ষেত্রকে তার কাছ থেকে ছিনিয়ে নেয়। শিল্পী যেন তার সৃষ্টিশীল কাজ করতে না পারে, কালোতালিকার মাধ্যমে শিল্পীকে পঙ্গু করে দেওয়া হয়। এগুলো অমানবিক কর্মকাণ্ড।’
দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন এসব কথা বলেন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘শিল্পীকে কেউ তৈরি করতে পারে না। একজন শিল্পী তার মেধা, অধ্যবসায়, যোগ্যতা, চেষ্টা, দীর্ঘদিনের চর্চার মাধ্যমে ম্যাচিউরড শিল্পী হয়। যখনই একজন শিল্পী ম্যাচিউরড হয়, তখনই সেই শিল্পী দেশকে সমৃদ্ধ করার জন্য তৈরি হয়। যখন সেই শিল্পী তৈরি হয়, তার কাছ থেকে রাষ্ট্র সেই আউটপুট নেওয়ার চেষ্টা করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু তা না করে, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে কালোতালিকা করে পিছিয়ে দেওয়া হয়। শিল্পীকে নানা ট্যাগিং করে এমনভাবে উপস্থাপন করে—যেন ফাঁসির আসামি।’
দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন। দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেতারের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। ১৯ বছর পর বাংলাদেশ টেলিভিশনে ঈদের একক গানের অনুষ্ঠান ‘প্রিয়তম, একটু শোনো’ দেখা যাবে বেবী নাজনীনকে। বিশেষ সংগীতানুষ্ঠনে আটটি গান নিয়ে তৈরি হয়েছে। এর বাইরে এবারের ঈদে আরও দুটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।