অভিনেতা মাহফুজ আহমেদ ও তার স্ত্রীসহ চারজনের ব্যাংক হিসাব তলব

শোবিজ ডেস্ক

মার্চ ২৪, ২০২৫, ১১:৩৬ এএম

অভিনেতা মাহফুজ আহমেদ ও তার স্ত্রীসহ চারজনের ব্যাংক হিসাব তলব

মাহফুজ আহমেদ ও ইশরাত জাহান কাদের, ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও তাঁর স্ত্রী ইশরাত জাহান কাদের এবং শ্বশুর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ মার্চ) এনবিআরে সেট্রোল ইন্টেলিজেন্স থেকে পাঠানো চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, তাদের নিজ নামে কিংবা তাদের মালিকানাধীন  ব্যবসাপ্রতিষ্ঠানের    নামে থাকা  যেকোনো মেয়াদি আমানত হিসাব (এফডিআর, এসটিডিসহ), সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ঋণ হিসাব, বৈদেশিক মুদ্রা হিসাব, ক্রেডিট কার্ড, লকার বা ভল্ট, সঞ্চয়পত্রসহ অন্যান্য সঞ্চয় এবং বিনিয়োগসংক্রান্ত  হিসাবের যাবতীয় তথ্য-উপাত্ত ৭ কার্যদিবসের মধ্যে  মধ্যে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে একইদিন জি এম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করতে চিঠি দেয় এনবিআরের সেট্রোল ইন্টেলিজেন্স সেল

 

 

 

 

 

 

 

 

 

 

Link copied!