হাদির অস্ত্রোপচার প্রয়োজন, চিকিৎসা সিঙ্গাপুর বা যুক্তরাজ্যে হতে পারে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:১৮ পিএম

হাদির অস্ত্রোপচার প্রয়োজন, চিকিৎসা সিঙ্গাপুর বা যুক্তরাজ্যে হতে পারে

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেবেন।

ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বর্তমানে হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অস্ত্রোপচারের আগে হাদির শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করা জরুরি। চিকিৎসকদের মতে, তার চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড—যেকোনো এক দেশে হতে পারে। ব্রেনকে সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন এবং বর্তমানে চিকিৎসার মূল লক্ষ্য হচ্ছে শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে, হাদির দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মধ্যবর্তী স্থানে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

Link copied!