তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর সংলগ্ন গার্মেন্টসে ছুটির পরামর্শ বিজিএমইএর

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৩:৩২ পিএম

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিমানবন্দর সংলগ্ন গার্মেন্টসে ছুটির পরামর্শ বিজিএমইএর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় সম্ভাব্য জনসমাগমের কথা বিবেচনায় নিয়ে কিছু এলাকার রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের সই করা এক নোটিশে সোমবার এ পরামর্শ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে বিমানযোগে ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে।

এ অবস্থায় উত্তরা (পূর্ব ও পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়া এলাকার পূর্বাংশে অবস্থিত পোশাক কারখানাগুলোর শ্রমিকদের যাতায়াত এবং আমদানি–রপ্তানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার কারখানার মালিকদের প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। প্রয়োজনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারের পরিবর্তে আগে বা পরে অন্য কোনো একদিন কাজ করানোর শর্তে কারখানায় ছুটি দেওয়ার বিষয়টি বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া জরুরি আমদানি ও রপ্তানিকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান চলাচলের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

Link copied!