ছবি: সংগৃহীত
অস্কার জয়ী সংগীত পরিচালক এ আর রহমান রোববার সকালে চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সকাল সাড়ে সাতটার দিকে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইসিজি ও ইকোকার্ডিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাথমিক রিপোর্টে জানা যায়, তিনি বুকে ব্যথার কথা বলেছিলেন এবং তার এনজিওগ্রাম করানো হতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে তার ম্যানেজারের বরাতে বলা হয়, এ আর রহমান এখন ভালো আছেন এবং কয়েক ঘণ্টার মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
অস্কারজয়ী এই সুরকারের চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ দল সেখানে ছিল।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এ আর রহমানের স্বাস্থ্য নিয়ে এক্সে (সাবেক টুইটার) আপডেট তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যখনই আমি খবর শুনেছি, এ আর রহমান অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন, তখনই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করি এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিই! তারা বলেছেন, তিনি ভালো আছেন এবং শিগগির বাড়িতে ফিরবেন।’
উদয়নিধি স্ট্যালিনও এ আর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেছেন।