ছবি: সংগৃহীত
শোবিজের বাতাসে শুরু হয়ে গেছে ঈদের আবহ। জনপ্রিয় সব ঢালিউড নায়কের সিনেমার পোস্টার ট্রেলার টিজারে জমজমাট হয়ে উঠেছে সিনেপাড়া। সম্প্রতি নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে বরবাদ, জংলি ও দাগীর টিজার। এরপর থেকেই আলোচনার পারদ ওঠানামা করছে। কখনো সিনেপ্রেমীরা বলছেন শাকিব খান বাজিমাত করবেন, কখনো আবার বলছেন সিয়াম আর নিশো সেরা। কেউ কেউ আবার টিজার দেখে হিন্দি সিনেমা ও তামিল সিনেমার আভাস পাচ্ছেন।
‘বরবাদ’ শাকিব খান
ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা বরবাদ। সিনেমার টিজারে সেই একই রক্তাক্ত দৃশ্য, একই রকম বন্দুক যুদ্ধ, একই রকম গাড়ির সট। সব মিলিয়ে কোনভাবেই যেন অ্যানিমেল সিনেমা থেকে বের হতে পারছেন না শাকিব খান। গত বছর তুফান সিনেমায় ও শাকিবের বিরুদ্ধে রানবীর কাপুরের লুক চুরির অভিযোগ ছিলো। এবারো সিনেপ্রেমীদের কাছে একই অভিযোগের আসামী শাকিব খান ।
তবে কপিপেস্ট মনে হলেও শাকিবের টিজার ঝড় তুলেছে নেট দুনিয়ায়। শুধুমাত্র ইউটিউবেই টিজারের ভিউ ৩০ লাখের বেশি। বাংলা সিনেমার গতানুগতিক টিজার থেকে সরে এ ধরনের ভিন্ন লুক, ভিন্ন স্টাইল ও ক্রাইম জনরার সিনেমাকে ইতিবাচকভাবে নিচ্ছেন অনেকে। তবে শাকিব খানের অভিনয় ছিলো চোখে লাগার মত। তার এক্সপ্রেশন থেকে শুরু করে লুকে পাওয়া গেছে সূক্ষ্ম অভিনেতার পরিচয়।
‘জংলি’ সিয়াম
এবারের ঈদে আলোচনার তুঙ্গে আছে সিয়াম অভিনীত জংলি সিনেমার টিজার। পরিবর্তীত এই সিয়ামের নতুন লুক দেখে ভক্তদের চোখ উঠেছে কপালে। গতবছর যখন সিনেমাটির পোস্টার প্রকাশ পেয়েছিলো তখনই পুস্পার লুক নকলের অভিযোগ উঠেছিলো সিয়ামের বিরুদ্ধে। কিন্তু এবার সেই সমালোচনার জবাবে টিজারের এক সংলাপে সিয়াম বলেন পুষ্পা নাকি কাবির সিং? উহু জংলি।
এই সংলাপের আগুন দ্রুতই হুহু করে ছড়িয়ে পড়েছে। তান্ডব চালাচ্ছে নেটদুনিয়ায়। কারণ এটি যে কোন বাংলা সিনেমার টিজার তা অনেকের জন্যই অবিশ্বাস্য কারণ মিউজিক কালার ও মেকাপ থেকে শুরু করেই সবকিছুতেই আছে তামিল সিনেমার ধাচ। তাই টিজারেই সিয়ামকে নিয়ে আলোচনার পারদ এখন আকাশ্চুম্বি। পুরি পিকচার তো আভি বাকি হ্যায়।
‘দাগী’ নিশো
এদিকে ২ বছর পর দাগী নিয়ে ফিরে এসেছেন আফরান নিশো। আসামী হয়ে ফিরেছেন তিনি। কয়েদী নাম্বার ৭৮৬।
আপনাদের কি শাহরুখ খান অভিনীত ‘বীর জারা’ সিনেমার কথা মনে আছে। সেখানে শাহরুখ খান ছিলেন জেলের আসামী। কয়েদীর নাম্বার ছিলো ৭৮৬। যাই হোক নাম্বার ছাড়া আর কিছুতেই অন্য সিনেমার মিল খুজে পাওয়া যায়নি। টিজারে ছিলো নতুনত্ব। নিশোর বড় বড় চুলের লুক ও ছিলো নজরকারা।
সব মিলিয়ে বহুদিন পর আমেজ ফিরেছে সিনেপাড়ায়। কোন সিনেমা ঈদে বাজিমাত করবে তা এখন দেখার বিষয় ।