পিএসএলে নিবন্ধন করেছেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৬, ০২:৫৩ পিএম

পিএসএলে নিবন্ধন করেছেন মুস্তাফিজসহ ১০ বাংলাদেশি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছেন। এই লিগে মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। পিএসএলের খেলোয়াড় নিবন্ধন ২০ জানুয়ারি পর্যন্ত চলবে।

আইপিএলে নাটকীয়ভাবে দল ছাড়ার পর মোস্তাফিজের পিএসএলে নাম লেখানো নিয়ে আলোচনা বেড়েছে। কলকাতা নাইট রাইডার্স তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল, কিন্তু ভারতের কিছু চরমপন্থী গোষ্ঠীর চাপের কারণে বিসিসিআই দলকে ছাড়তে নির্দেশ দেয়। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

এই ঘটনার পর খেলোয়াড় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। সামনে আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিষয়টি আরও গুরুত্ব পায়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের সম্ভাবনা বিবেচনা করতে বলে। বিসিবি ও আইসিসির মধ্যে আলোচনা চলছে।

৬ জানুয়ারি রাতে পিএসএল কর্তৃপক্ষ মোস্তাফিজকে সামাজিক মাধ্যমে স্বাগত জানায়। পাকিস্তানি গণমাধ্যম নিশ্চিত করেছে, তিনি লিগে নিবন্ধিত ১০ বাংলাদেশির একজন।

মোস্তাফিজের সঙ্গে পিএসএলে নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম। আগের আসরে রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাকিব লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন, যা দলটিকে শিরোপা এনে দিয়েছিল।

গত মৌসুমে লিটন দাস করাচি কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন, আর তরুণ পেসার নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে ছিলেন। তবে নাহিদ কোনো ম্যাচ খেলতে পারেননি, এবং ইনজুরির কারণে লিটনও দ্রুত দেশে ফিরে যান।

Link copied!