চেলসির নতুন হেড কোচ লিয়াম রোজেনিয়র

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৬:০২ পিএম

চেলসির নতুন হেড কোচ লিয়াম রোজেনিয়র

ছবি: এপি

ক্লাব বিশ্বকাপ জেতানো কোচ এনজো মারেস্কাকে বরখাস্ত করে সাবেক ইংলিশ ফুটবলার লিয়াম রোজেনিয়রকে নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি। ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের দায়িত্বে থাকা এই কোচ চেলসির ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পাওয়াকে নিজের জন্য সম্মানের বলে মন্তব্য করেছেন।

চেলসির সঙ্গে লিয়াম রোজেনিয়রের সাড়ে ছয় বছরের চুক্তি হয়েছে। এর ফলে ২০৩২ সাল পর্যন্ত লন্ডনের ক্লাবটির হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। নিয়োগের প্রতিক্রিয়ায় রোজেনিয়র বলেন, “আমার পূর্ণ মনোযোগ স্ট্রাসবার্গে ছিল। কিন্তু আজ বিশ্বের অন্যতম বড় ক্লাব চেলসিকে কোচিং করানোর অনুমতি পাওয়া আমার জন্য বড় সম্মানের।”

ফুটবল ক্যারিয়ারে রোজেনিয়র লেফট ব্যাক হিসেবে ফুলহাম, হাল সিটি ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের হয়ে খেলেছেন। ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক না হলেও শীর্ষ পর্যায়ের লিগে প্রায় সাড়ে চারশ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

খেলা ছাড়ার পর ৪১ বছর বয়সী রোজেনিয়র ২০২২ সালে হাল সিটির হেড কোচের দায়িত্ব নেন। সেখানে দুই বছর কাজ করার পর তিনি ফরাসি ক্লাব স্ট্রাসবার্গের দায়িত্ব গ্রহণ করেন। দেড় বছর দায়িত্ব পালনকালে তার অধীনে স্ট্রাসবার্গের পারফরম্যান্সে উন্নতি দেখা যায়। রোজেনিয়রের দায়িত্ব নেওয়ার আগে দলটি লিগ শেষ করেছিল ১৩তম স্থানে। তার অধীনে গত মৌসুমে ক্লাবটি সপ্তম স্থানে উঠে আসে।

চলতি মৌসুমে ১৭টি লিগ ম্যাচ শেষে স্ট্রাসবার্গ টেবিলের সপ্তম স্থানে রয়েছে। তবে শেষ পাঁচ ম্যাচে জয় না পাওয়ায় কিছুটা চাপের মধ্যেই চেলসির দায়িত্ব নিচ্ছেন রোজেনিয়র।

Link copied!